আজকাল ওয়েবডেস্ক: আগের দিনের বেশি সময় কাজ করার বদলে যা চাইলেন কর্মী, তাতে হতবাক বস, শেয়ার করলেন সমাজমাধ্যমে। বললেন, 'আমি অবাক।' 

দেরি করে কেউ অফিসে এলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। কারণ বেশিরভাগ অফিসে সময় নিয়ে কড়াকড়ি, নিয়ম কানুন থাকে। কিন্তু ওই কর্মী দেরি করে অফিস আসার কারণ হিসেবে বসকে যা বলেছেন, তাতে চক্ষু চড়কগাছ বসের। একই সঙ্গে বিষয়টি সমাজমাধ্যমে আসতেই, জোর চর্চাও হচ্ছে। 

 

ওই কর্মী লিখেছিলেন, আগের দিন বেশি রাত পর্যন্ত অফিসে কাজ করায়, পরের দিন নির্দিষ্ট সময়ের বেশ কিছু পরে অফিসে যাবেন তিনি। কিন্তু আগের দিন দেরি করে অফিস থেকে বাড়ি যাওয়ার কারণে দেখিয়ে কেউ পরের দিন নির্দিষ্ট সময়ের পরে অফিসে যাওয়ার কথা লিখেছেন ইমেলে, একথা ভাবতেই পারেননি বস। 

 

আয়ুশী দোশী নামের ওই আইনজীবী জানিয়েছেন, ওই কর্মীকে কাজ শেষ করার সময়সীমা দেওয়া ছিল। ১০-৭ কাজের সময়ের মধ্যে তা শেষ করতে পারেননি তিনি। তাই ওই কাজ শেষ করতে তিনি বাড়তি সময় অফিসে ছিলেন। সঙ্গেই আইনজীবী জানিয়েছেন, ওই কর্মীর সময় কাজ শেষ না হওয়ার কারণ, কাজে মনযোগ না দিয়ে, ফোনে বেশি সময় দিয়ে ফেলেছেন কর্মী। তাতেই বাড়তি সময় কাজ। কিন্তু তারজন্য পরের দিন দেরিতে অফিস, ভাবতেই পারছেন না বস।

 

অনেকেই ওই কর্মীর সমর্থনে লিখেছেন, সময়ের বেশি কাজ করানো উচিত নয়। অনেকে আবার কাজ শেষ হওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন।